লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধুর প্রতিযোগিতা চলছে অনেক দিন। কখনো মেসি এগিয়ে যান, কখনো রোনালদো। পিয়ার্স মরগান এবার জানালেন, সৌদিতে গিয়ে মেসির চেয়ে এগিয়ে গেলেন রোনালদো।
মরগান এজন্য ধন্যবাদ দিলেন রোনালদোর সাক্ষাৎকারকে। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের তুমুল সমালোচনা করে মরগানকে সাক্ষাৎকার দিয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড, যার ফলে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড। এরপর সৌদি আরবের আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আড়াই বছরের জন্য। সৌদি ক্লাবে বছরপ্রতি ২০০ মিলিয়ন ডলার (২১২০ কোটি টাকা) পাবেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।