যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এসব দেশ চাইলে আলোচনার মাধ্যমে সমঝোতারও সুযোগ থাকবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, থাইল্যান্ডে ৩৬ শতাংশ এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।