দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানকে পর্যবেক্ষক দল পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে জাপানি রাষ্ট্রদূত ইওয়ানা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানানো হয়।
প্রায় দেড়ঘন্টার আলোচনা শেষে কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাপানকে জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠানোর আহ্বান জানানো হয়েছে।