সম্প্রতি বন্যাদুর্গতদের জন্য তহবিল ও ত্রাণ সংগ্রহে গড়ে তোলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টিএসসি থেকে শুরু করে দেশব্যাপী ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ‘গণত্রাণ‘ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত এ ত্রাণ সংগ্রহের কর্মসূচি প্রথমে প্রশংসিত হলেও, বৈষম্যবিরোধী ছাত্রনেতারা জেলা ও বিভাগীয় পর্যায়ে ভ্রমণ শুরু করলে ত্রাণের টাকার হিসাব নিয়ে সমালোচনা শুরু হয়।