শনিবার ০১ নভেম্বর ২০২৫, কার্তিক ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ ফোন, জেনে নিন আপনারটি বৈধ কি না

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১ নভেম্বর ২০২৫

১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ ফোন, জেনে নিন আপনারটি বৈধ কি না

ছবি সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সব অবৈধ মোবাইল ফোন বন্ধ করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব ফোনের আইএমইআই (IMEI) নম্বর অবৈধ বা ক্লোন করা, সেগুলো আর দেশের কোনো মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

বিটিআরসি জানিয়েছে, নতুন ব্যবস্থা কার্যকর হলে অবৈধ ফোনের কারণে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি বন্ধ হবে এবং ডিজিটাল জালিয়াতিও অনেক কমে আসবে।

কীভাবে জানবেন আপনার ফোন বৈধ কি না

ফোনের বৈধতা যাচাই করা যাবে কয়েকভাবে:

১. ইউএসএসডি কোডে:

  • হ্যান্ডসেট থেকে *16161# ডায়াল করুন

  • স্ক্রিনে আসা বক্সে ফোনের ১৫-সংখ্যার আইএমইআই নম্বর লিখে পাঠান

  • ফিরতি মেসেজে জানতে পারবেন ফোনটি বৈধ কি না

২. এসএমএসে:

  • মেসেজ অপশনে লিখুন: KYD <আইএমইআই নম্বর>

  • পাঠিয়ে দিন 16002 নম্বরে

  • ফিরতি বার্তায় জানানো হবে ফোনটি বৈধ নাকি অবৈধ

৩. অনলাইনে:

  • ভিজিট করুন neir.btrc.gov.bd

  • সেখান থেকে ফোনের বৈধতা বা নিবন্ধন অবস্থা জানা যাবে

বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন

বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন ৩০ দিনের মধ্যে এনইআইআর পোর্টালে নিবন্ধন করতে হবে। এজন্য পাসপোর্ট, ক্রয়ের রশিদসহ প্রমাণপত্র জমা দিতে হবে।

ফোন বিক্রি বা হস্তান্তর

ফোন বিক্রির আগে ‘ডি-রেজিস্ট্রেশন’ করতে হবে। এটি করা যাবে ইউএসএসডি (*16161#), এনইআইআর ওয়েবসাইট, মোবাইল অপারেটরের পোর্টাল বা অ্যাপের মাধ্যমে।

ফোন হারিয়ে গেলে

চুরি বা হারিয়ে গেলে এনইআইআর ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফোন লক বা আনলক করা যাবে।

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর মাধ্যমে শুধু অনুমোদিত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনই দেশের নেটওয়ার্কে সচল থাকবে। অবৈধ বা ক্লোন ফোন ১৬ ডিসেম্বরের পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়