বিজয় গ্রুপ-৯৭/৯৯ প্রতিবারের মত এবারো মিলন মেলার আয়োজন করেছেন। সারাদেশের বন্ধুরা একসঙ্গে মিলেমিশে সারাদিন আনন্দের সাথে উপভোগ করেন। ঢাকার মতিঝিলে জাঁকালো এক আয়োজনের মধ্য দিয়ে তাদের মিলনমেলা সম্পন্ন হয়। এতে প্রায় ২০০ বন্ধু উপস্থিত হয়ে মিলনমেলাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেন। (এস.এস.সি-৯৭/৯৯ইং ব্যাচ) সারাদেশের-এস.এস.সি- ৯৭ইং ব্যাচের বন্ধুদের নিয়ে সংগঠিত হয়েছে বিজয় গ্রুপ।