ছবি সংগৃহীত
আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলাকা ত্যাগ করার পর নেতা–কর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল করে শাহবাগ মোড়ে এসে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে সকাল সাড়ে আটটার দিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তাঁরা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন।
ইনকিলাব মঞ্চ আগেই ঘোষণা দিয়েছিল, শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ফিরে গেলে তারা আবার শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করবে। সেই ঘোষণা অনুযায়ীই দুপুরে ফের শাহবাগে অবস্থান নেন তাঁরা।
এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। সারা রাত তাঁরা সেখানে অবস্থান করেন। সংগঠনটির দাবি, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।
সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এই নেতা আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।































