রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নুসরাত ফারিয়া আটক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৮ মে ২০২৫

নুসরাত ফারিয়া আটক

ছবি সংগৃহীত

থাইল্যান্ড যাওয়ার সময় আজ রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। এসব আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছেসাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন অজ্ঞাতনামা তিন-চার জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়