শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অপেশাদার আচরণে ক্ষুব্ধ শাবনূর, ‘রঙ্গনা’র অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ১৫ নভেম্বর ২০২৫

অপেশাদার আচরণে ক্ষুব্ধ শাবনূর, ‘রঙ্গনা’র অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে

ছবি সংগৃহীত

ঢালিউড তারকা শাবনূর ক্ষোভ প্রকাশ করেছেন নিজের অভিনীত ‘রঙ্গনা’ সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে ছড়িয়ে দেওয়ায়। দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করলেও তিনি গত বছর বড় পর্দায় ফেরার ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়।

শাবনূর জানান, কাজ করতে রাজি থাকা সত্ত্বেও ছবির শুটিং অগোছালো ছিল। বিদেশে শুটিং এবং গান ধারণের প্রতিশ্রুতি পাওয়া গেলেও কোনো প্রস্তুতি দেখা যায়নি। এরপর তিনি অস্ট্রেলিয়া ফিরে গেলে হঠাৎই দেখা যায় ‘রঙ্গনা’র অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশিত হয়েছে।

শুক্রবার ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি পরিচালক আরাফাত হোসেন এবং প্রযোজক মৌসুমী মিথিলার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তোলেন। তার ভাষায়, "অসম্পূর্ণ সিনেমার ফুটেজ ইউটিউবে ছড়িয়ে দেওয়ার মানে শিল্পী ও সিনেমার প্রতি চরম অসম্মান। আমি কখনো ইউটিউবের জন্য কাজ করিনি।"

শাবনূর অভিযোগ করেন, শুটিং ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা ছিল, পোস্টার প্রকাশ থেকে পরিকল্পনা—সব জায়গায় অপেশাদারিত্ব। ফুটেজ প্রকাশের বিষয়ে তিনি নিজের অনুমতির প্রশ্নও তোলেন।

এ ঘটনায় তিনি গভীর ব্যথা প্রকাশ করেন এবং বলেন, "এটি শুধু আমার নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্য হতাশাজনক।" নির্মাতা বা প্রযোজকের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়