ছবি সংগৃহীত
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ধর্মেন্দ্র। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া।































