ছবি সংগৃহীত
মিস ইউনিভার্স ২০২৫ শেষ হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। সেরা ৩০–এ জায়গা করে নিলেও বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা মুকুট জিততে পারেননি। তবে এতে তাঁর শঙ্কা নেই। রোববার প্রথম আলোর সঙ্গে কথা বলে তিনি জানালেন, এখন নিয়মিত অভিনয়ে মন দেবেন।
১৯ দিন ধরে মাত্র তিন ঘণ্টা ঘুমিয়ে টানা ইভেন্টে অংশ নিতে হয়েছে তাঁকে। মিথিলা বলেন, প্রতিদিন রাত দুইটার দিকে ঘুমাতে যেতেন এবং ভোরে আবার দিনের প্রস্তুতি শুরু হতো। তাই প্রতিযোগিতা শেষে গত দুই দিন তিনি প্রায় ১৬ ঘণ্টা করে ঘুমিয়েছেন। সোমবার তিনি দেশে ফিরছেন।
এখন পর্যন্ত মিথিলা অভিনয় করেছেন একটি ছবিতে—হায়দার খানের “রোহিঙ্গা”। দেশে আরও বেশ কিছু প্রস্তাব আছে বলে জানান তিনি। তাঁর ইচ্ছে, ভালো গল্প দিয়ে দেশের সিনেমায় পথচলা শুরু করা।
মুকুট না পেলেও অভিজ্ঞতাকে নিজের বড় প্রাপ্তি মনে করেন মিথিলা। তিনি পিপলস চয়েজে ভালো করেছেন, সেরা ৩০–এ উঠেছেন এবং ক্লোজডোর ইন্টারভিউয়ে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন। সেই রাউন্ডে তিনি ফাতিমাকেও পেছনে ফেলেছিলেন। মিথিলার ভাষায়, ক্যাম্পের ১৯ দিন তাঁকে সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা ও নিজেকে তুলে ধরার কৌশলে নতুনভাবে গড়ে তুলেছে।
এদিকে নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আসর। মেক্সিকোর ফাতিমা বশ প্রতিযোগিতা শুরুর আগেই আয়োজকদের হাতে অপমানিত হন বলে অভিযোগ ওঠে। প্রতিযোগিতার তিন দিন আগে দুই বিচারকের পদত্যাগে উত্তেজনা আরও বাড়ে। শেষ পর্যন্ত ফাতিমাই মুকুট জেতেন। প্রথম রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রবিনার সিং।































