যমুনা ফিউচার পার্কে পাকিস্তানের জনপ্রিয় পপ-রক ব্যান্ড ‘জল’র ‘লিজেন্ডস অফ দ্য ডিকেড’ শিরোনামে কনসার্টটি আজ দর্শক-শ্রোতাদের অনিয়ন্ত্রিত অংশগ্রহণে মারাত্মক বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছে৷ আবহাওয়ার কারণে গতকাল থেকে স্থগিত হওয়া অনুষ্ঠানটি যমুনা ফিউচার পার্কে শুরু হয়। এরমধ্যে দর্শক-শ্রোতার অনেকেই টিকিট ছাড়াই কনসার্টে জোরপূর্বক প্রবেশ করে। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা স্টেজকে বেস্টনি দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে।