ছবি সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’–এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি দায়ের হয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় (সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫)।
অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা অ্যাপোনিয়া থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি নেন প্রমোশনাল কাজের জন্য। কিন্তু তিনি মূল্য পরিশোধ করেননি, প্রমোশনও করেননি এবং পরে যোগাযোগ বন্ধ করে দেন।
এর আগে বিষয়টি নিয়ে ফ্যাশন পেজের কর্ণধার এক নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ তুললে তিশা নিজের ফেসবুক পেজে দাবি করেন, শাড়িটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
এরপর অ্যাপোনিয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার গত ২২ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠান। নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষমা প্রার্থনা ও এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিশা কোনো প্রতিক্রিয়া না জানানোয় এবার আদালতে মামলা করে প্রতিষ্ঠানটি।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।



























