জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস আগামী ১৯ অক্টোবর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের উদ্যোগে কনসার্টের আয়োজন থাকবে। এ লক্ষ্যে এবার বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ৪টি ব্যান্ডদল ট্রাভেলার্স, মনের মানুষ, স্বপ্নবাজি, কিম্ভূত গান পরিবেশন করবে।
গত বুধবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।