গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছেন ৫৬.৩২ শতাংশ (৫৩ হাজার ২৯৬ জন) ভর্তিচ্ছু। সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫।আজ মঙ্গলবার রাত ৯টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।
এবার বি ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ৪৩৪ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ৯৪ হাজার ৬৪১ জন। ৭ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়।