বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভোটে অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগ তিন প্রার্থীর

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

ভোটে অব্যবস্থাপনা ও পক্ষপাতের অভিযোগ তিন প্রার্থীর

ছবি সংগৃহীত

ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিন প্যানেলের হেভিওয়েট প্রার্থী।

স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, তাদের পোলিং এজেন্টদের বিনা কারণে বদলি করা হয়েছে। মেয়েদের হলে দেওয়া এজেন্টকে ছেলেদের হলে এবং ছেলেদের হলে দেওয়া এজেন্টকে মেয়েদের হলে পাঠানো হয়েছে। প্রশাসন সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, কেন্দ্র কম হওয়ায় ভোটারদের দীর্ঘ সময় সারিতে দাঁড়াতে হচ্ছে এবং পানি-স্যালাইনের মতো ন্যূনতম সুবিধাও রাখা হয়নি।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ দাবি করেন, তাদের এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে সুবিধা দেওয়া হয়েছে। প্রশাসনের নীরব ভূমিকা তিনি পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, প্রশাসন ও নির্বাচন কমিশন মিলে শিবির-ছাত্রদলকে কারচুপি ও অনিয়মে সহযোগিতা করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়