বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামির মন্তব্য

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৫, ৬ নভেম্বর ২০২৫

সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামির মন্তব্য

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি এক ছাত্রের মোবাইল কেড়ে দৌড়ে যাচ্ছেন। ওই ছাত্র দৌড়ে গিয়ে সর্বমিত্রের সামনে এসে বলেন,

ভাই, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসুর সদস্য?”

সর্বমিত্র উত্তর দেন, “হ্যাঁ।

ছাত্র তখন বলেন,

এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে। কিছু একটা করুন।

জবাবে সর্বমিত্র বলেন,

মুরব্বী মানুষ যা করেছেন, ভালো করেছেন।

এতে ছাত্র বলেন, “কিন্তু আমার মোবাইল?”

সর্বমিত্র আবার বলেন, “আরে, মুরব্বী মানুষ…”

ভিডিওটি শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। তিনি লিখেছেন,

অনেক চেষ্টা করেছি ‘WOKE’ দের আক্রমণের ভয়ে শেয়ার না দিতে। কিন্তু পারলাম না! ভাই, এটা কী ছিল?”

ভিডিওটি নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। একদিকে কেউ সর্বমিত্রের আচরণকে অযৌক্তিক মনে করছেন, অন্যদিকে কেউ বলছেন ভিডিওটি ভুলভাবে উপস্থাপিত।

গত দুই সপ্তাহ ধরে ডাকসুর নেতারা ক্যাম্পাসে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। অবৈধ দোকান, ভবঘুরে, উদ্বাস্তু নেশাগ্রস্তদের সরানো হচ্ছে। এই অভিযানে মারধর, হেনস্তা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

শুরুর দিকে সমাজসেবা সম্পাদক এবি জুয়ায়ের নেতৃত্বে অভিযান শুরু হলেও সম্প্রতি সর্বমিত্র চাকমা মুখ্যভাবে দায়িত্বে রয়েছেন।

গত মঙ্গলবার রাতের ঘটনালাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোতার পর সমালোচনা তীব্র হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়