শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ছবি সংগৃহীত

প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে।

এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী আছেন। গঠনতন্ত্র সংস্কারের পর এবার ১৪টির পরিবর্তে ২৫টি পদে ভোট হচ্ছে, যার মধ্যে ছাত্রীদের জন্য সংরক্ষিত ৬টি পদ রাখা হয়েছে। হল সংসদে লড়ছেন ৪৪৫ জন প্রার্থী।

ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। ফলাফল তাৎক্ষণিকভাবে সিনেট হলের বড় স্ক্রিনে দেখানো হবে এবং প্রতি ঘণ্টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আপডেট দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা আশা করছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরে আসবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়