
ছবি সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে মীর মশাররফ হোসেন হলে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর সাদী অভিযোগ করেন, প্রশাসন ছাত্রশিবিরকে সুবিধা দিচ্ছে। তাঁর দাবি, ভোট গণনার জন্য যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তা একটি নির্দিষ্ট সংগঠনের প্রভাবিত কোম্পানি থেকে আনা হয়েছে। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং ভোট ম্যানুয়ালি গণনার দাবি করেছেন।
সাদী আরও বলেন, বুধবার রাত থেকেই ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা কারচুপির চেষ্টা করেছে। যদিও সকাল থেকে ভোট শান্তিপূর্ণ হচ্ছে, তবে শঙ্কা থেকেই যাচ্ছে।
অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট ছাপানো নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, এটি একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে বলেও সতর্ক করেন তিনি।
সাদীর আশা, দীর্ঘ ৩৩ বছর পরের এ নির্বাচনে শিক্ষার্থীরা গণতন্ত্র ও দেশের স্বার্থে ছাত্রদলকে বেছে নেবে।