
ছবি সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানান, ভোট গণনা দ্রুত এগোচ্ছে এবং দুপুর আড়াইটার মধ্যে শেষ হওয়ার কথা। এরপর ফল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে।
তিনি বলেন, প্রায় ৬৫০ জন প্রার্থীর ভোট ম্যানুয়ালি গণনা করা হচ্ছে, তাই সময় লাগছে। গতকাল এক সহকর্মীর মৃত্যুতে কিছু সময় গণনা বন্ধ ছিল। ফল ঘোষণা সম্ভবত বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে হবে।