রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় শিক্ষক মোনামির মামলায় চারজন আসামি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৪, ৩ নভেম্বর ২০২৫

‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় শিক্ষক মোনামির মামলায় চারজন আসামি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি নিজের ছবি বিকৃত করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) তিনি শাহবাগ থানায় এজাহার দাখিল করেন।

মোনামির সঙ্গে থানায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন সদস্য। মামলায় চারজনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন—
১. সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার
২. লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ
৩. ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন
৪. আশফাক হোসাইন ইভান

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা ফেসবুকে শিক্ষিকা মোনামির ছবি বিকৃত করে অশালীন ও মানহানিকর মন্তব্য করেছেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আলোচনা শেষে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

মোনামি তার অভিযোগে বলেন, “আমার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। এটা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, একজন শিক্ষক হিসেবে আমার পেশাগত সম্মানেও আঘাত।”

পুলিশ জানিয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়