বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, পৌষ ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ৫ জানুয়ারি ২০২৬

ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর চূড়ান্ত

ছবি সংগৃহীত

স্বদেশ প্রত্যাবর্তনের পর এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি পৈত্রিক নিবাস বগুড়া সফর করবেন। বগুড়া জেলা বিএনপির নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১১ জানুয়ারি বগুড়ায় পৌঁছে তিনি রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর রংপুর যাওয়ার পথে শিবগঞ্জের মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (.)-এর মাজার জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, প্রায় ১৯ বছর পর তারেক রহমানের বগুড়া সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, মাজার জিয়ারতের সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া- (সদর) আসন থেকে প্রার্থী হয়েছেন। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানিয়েছেন, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়