শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভৈরবে অর্ধশত বছরের বংশগত বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ১৯ এপ্রিল ২০২৫

ভৈরবে অর্ধশত বছরের বংশগত বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছবি: ইন্টারনেট

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুবেল পান্ডা নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আরও চারজনকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে সাদেকপুর ইউনিয়নের সাফায়েত উল্লাহ চেয়ারম্যান ও তোফাজ্জল হক চেয়ারম্যানের দুই গ্রুপের মধ্যে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাদেকপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল পান্ডাকে মারাত্মক ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

তার উপরে হামলার প্রতিবাদ জানিয়ে সাদেকপুর ইউনিয়ন যুবদলসহ ভৈরব উপজেলার যুবদলের আহ্বায়ক দেলোওয়ার হোসেন সুজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হ্যান্ডেলে জরুরি বিজ্ঞপ্তি দেন, এতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ভৈরব উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ভৈরব উপজেলা যুবদলের সাদেকপুর ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের আদরের ছোট ভাই মোঃ রুবেল পান্ডা কে মৌটুপী গ্রামের আওয়ামী সন্ত্রাসবাহিনীর প্রধান সরকার বাড়ীর চেয়ারম্যান সাফায়েত বাহিনী আক্রমণে মারাত্মকভাবে ৭টি বল্লম এর গাই খেয়ে আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। সবার কাছে তার জন্য দোয়ার দরখাস্ত রইল মহান আল্লাহ তায়ালা তাকে যেন বাঁচিয়ে রাখে এবং সুস্থ করে। এই সেফায়েত বাহিনীর সবাইকে গ্রেফতার করে। বিচার দাবি করছি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হক এবং বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার সাফায়েত উল্লাহর সমর্থকদের মাঝে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।

এই বিরোধের জেরে বিবদমান পক্ষ দুটি প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয় এবং সমর্থকদের মাঝে হতাহতের ও ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা হরহামেশায় ঘটে থাকে।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রূহানী বলেন, দীর্ঘ দিন ধরেই উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের বর্তমান চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হকের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ফলে বাড়িঘর ভাঙচুরসহ হতাহতের ঘটনা ঘটছে। আজও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়