ছবি সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের প্রায় ২০ ফুট অংশের নাট খুলে সরিয়ে ফেলায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ইঞ্জিনসহ সামনের তিনটি বগি রেলপথ থেকে ছিটকে পড়ে।
রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় ঘটনাটি ঘটে। নাশকতার কারণে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
গফরগাঁও স্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, ভোর রাতে কে বা কারা এ কাজ করেছে তা জানা যায়নি। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। ট্রেন উদ্ধার ও লাইন মেরামতের পর চলাচল স্বাভাবিক হবে।
এ ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় রাজনৈতিক উত্তেজনার কথাও উঠে এসেছে। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকেল থেকে বিক্ষোভ চলছে। মনোনয়ন ঘোষণার পর সড়ক ও রেলপথে আগুন দেওয়াসহ অবরোধের ঘটনা ঘটে, ফলে টানা দুই দিন যোগাযোগ ব্যাহত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, রেললাইনের নাট খুলে ফেলার ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।































