ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে আটটায় তাঁকে আদালতে নেওয়া হলে আন্দোলনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। আদালত পুলিশের পরিদর্শক আবদুল তালেব মোল্লা জানান, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকালে পুলিশি কাজে বাধা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে মাহদী হাসানকে আটক করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা বলেন, মামলার ধারাগুলো জামিনযোগ্য। তাঁরা দাবি করেন, মাহদী হাসান পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেননি এবং বক্তব্যে ভুল হলে তিনি অনুতপ্ত।
সংক্ষিপ্ত শুনানি শেষে জামিন মঞ্জুর হলে আদালত প্রাঙ্গণে নেতা-কর্মীরা উল্লাস করেন। পরে জামিনে মুক্তি পেয়ে মাহদী হাসান নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করেন।































