রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১৮ জানুয়ারি ২০২৬

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত কটূক্তির প্রতিবাদে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সময় তার কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরোনো রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য দেন পাবনা- আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি বলেন, ধানের শীষ প্রতীক স্বাধীনতার পক্ষের প্রতীক আর দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরোধী প্রতীক। প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম যেভাবে বিকৃত করা হয়েছে, তা জঘন্য এবং অগ্রহণযোগ্য। জনগণ কুশপুত্তলিতে জুতা নিক্ষেপের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে।

সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ঠজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার ২০২৩ সালের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়