
এ প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী কাজী জারা জামান
এ প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী কাজী জারা জামান বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেছেন। অনন্য মামুন পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারটি সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে এম এন মাল্টিমিডিয়া ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ।
পুরস্কার পাওয়ার পর জারা জামান বলেন, “কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। স্বীকৃতি সব সময় আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বও বাড়িয়ে দেয়। আয়োজকদের কৃতজ্ঞতা জানাই আমাকে যোগ্য মনে করার জন্য।”
এ অনুষ্ঠানটিতে আরও সম্মাননা পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, শরিফুল রাজ, এবং নির্মাতা কাজল আরেফিন অমি, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।