রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব চব্বিশে আবার রক্ষা করা হয়েছে: তারেক রহমান

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ১৮ জানুয়ারি ২০২৬

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব চব্বিশে আবার রক্ষা করা হয়েছে: তারেক রহমান

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ খোলার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগুলোর দেখভালের জন্য। একই ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারগুলোর দুঃখ-কষ্ট লাঘবে ওই মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ গঠন করা হবে। তিনি বলেন, যাদের হারানো গেছে, তাদের ফেরানো সম্ভব নয়, তবে যারা পেছনে রয়ে গেছেন, তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন, আর ২০২৪ সালের যোদ্ধারা সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন। একাত্তরে অর্জিত স্বাধীনতা চব্বিশে আবার রক্ষা করা হয়েছে বলেই জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়