যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায় ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামের বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয়।
তিনি বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে ডাকাতরা উনার দোকানে ডাকাতি করে। এরপর উনাকে গুলি করে হত্যা করে।