নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন একটি ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে বলা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য একটি নতুন প্যামফ্লেট চালু করা হয়েছে। এই প্যামফ্লেটটি তাদের জন্য, যাদের ভিসা সাক্ষাৎকারের পর অনুমোদিত হয়েছে।