অপহরণের অভিযোগে সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিম অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হারিয়ান মেট্রোর বরাতে জানা গেছে, ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহরণের পর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।