বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সক্রিয় হয়েছে একটি মানব পাচার চক্র। প্রবাসে পাঠানোর নামে তরুণদের নেপালে নিয়ে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি এভাবে আটকে পড়া তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।