শনিবার ০২ আগস্ট ২০২৫, শ্রাবণ ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: ৭ জন কারাগারে

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৮, ৩১ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: ৭ জন কারাগারে

ছবি সংগৃহীত

অপহরণের অভিযোগে সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিম অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হারিয়ান মেট্রোর বরাতে জানা গেছে, ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহরণের পর মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আটককৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি—সোহেল রানা ও শাহজাহান। বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক—আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান এবং মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

উপসহকারী কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অভিযোগটি জামিন অযোগ্য হওয়ায় তাদের জামিনের কোনো আবেদন গৃহীত হয়নি। মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় এ পর্যায়ে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ অক্টোবর। আদালত সূত্রে জানা গেছে, দোষী প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ড এবং বেত্রাঘাতের সাজা হতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়