ছবি সংগৃহীত
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সিদ্ধান্তের জন্য তিনি সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষায় একটি সাহসী পদক্ষেপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংগঠন নয়, তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির পাঠানো চিঠিতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যেকোনো অসম্মান মানেই বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি অসম্মান।
ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব রাষ্ট্র ও ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন। এ সময় তিনি ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।































