বুধবার ১৩ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলা প্রথম পত্রে বসতে পারছেন না আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ১০ আগস্ট ২০২৫

বাংলা প্রথম পত্রে বসতে পারছেন না আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা

ছবি সংগৃহীত

রাজধানীর বাঙলা কলেজ কেন্দ্রের আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ বছর বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসতে পারছেন না। গত ২৬ জুন পরীক্ষার প্রথম দিনে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী এক ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কেন্দ্রের সামনে তিনি কান্না করছেন। দাবি করা হয়, সেদিন স্ট্রোক করা মাকে হাসপাতালে নেওয়ার কারণে তিনি দেরি করেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছিলেন, আনিসার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। তবে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, সরকারি পর্যায়ে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং আর হওয়ার সম্ভাবনাও নেই। বোর্ডের পৃথক তদন্তে আনিসার দাবির সত্যতা পাওয়া যায়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “একটি বিষয়ে না দিলেও অন্য বিষয়ে ভালো করলে পাস করা সম্ভব।

বছর সারা দেশে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৩৯১ জন কোনো পরীক্ষা দেয়নি। শিক্ষার্থীরা বলছেন, উচ্চতর গণিত, রসায়ন তথ্যপ্রযুক্তির প্রশ্ন কঠিন হওয়ায় এসব বিষয়ে ফল নিয়ে তারা উদ্বিগ্ন। শিক্ষা বোর্ড জানিয়েছে, খাতা মূল্যায়নে কোনো গ্রেস বা সহানুভূতির নম্বর দেওয়া হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়