ছবি সংগৃহীত
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগে আছেন। আজ রোববার ও আগামীকাল সোমবার সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দ্বিধায় পড়েছেন অনেকে। অনেক স্কুল আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা না করলেও অভ্যন্তরীণ বার্তায় শিক্ষার্থীদের ক্লাসে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় আজ তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রেখেছে। কয়েকটি স্কুল বার্ষিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম পিছিয়ে দিয়েছে, যদিও আজ থেকেই অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হওয়ার কথা।
অভিভাবকরা বলছেন, নিরাপত্তার ঝুঁকি থাকলে ক্লাস ও পরীক্ষা দুই-ই কঠিন। তবে সরকারি নির্দেশ ছাড়া স্কুলগুলো সিদ্ধান্ত নিতে পারছে না।
মাউশি জানায়, পরিস্থিতি গুরুতর নয়, তাই স্কুল খোলা থাকবে। কিন্তু অভিভাবকদের উদ্বেগ থেকেই যাচ্ছে, বিশেষ করে প্রধান সড়কসংলগ্ন স্কুলগুলো নিয়ে।































