ছবি সংগৃহীত
২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের জন্য আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আবেদন প্রক্রিয়া
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন আবেদন শুরু হবে ২১ নভেম্বর সকাল ১১টায়, চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করা যাবে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন ফি ১০০ টাকা, যা শুধু টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে দিতে হবে।
প্রত্যেক আবেদনকারী থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দ হিসেবে বেছে নিতে পারবেন। কোনো দ্বিশিফট বিদ্যালয়ের দুই শিফট বাছাই করলে তা দুইটি পছন্দ হিসেবে গণ্য হবে।
ভর্তি পদ্ধতি
সরকারি স্কুলে ভর্তি হবে ডিজিটাল লটারির মাধ্যমে, পরীক্ষার প্রয়োজন হবে না। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, ১ম শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬ বছর। ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে।
সরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য অতিরিক্ত আসন সংরক্ষণ থাকবে। তবে তাদের অনলাইনে আবেদন করতে হবে না।
বেসরকারি স্কুল
বেসরকারি প্রতিষ্ঠানেও একই সময়সীমায় আবেদন করা যাবে একই ওয়েবসাইট ব্যবহার করে। বয়সসীমা সরকারি বিদ্যালয়ের মতোই। তবে এখানে কোনো পোষ্য কোটা থাকবে না। বেসরকারি স্কুলে ভর্তি ও লটারির তারিখ পরে জানানো হবে।
— শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভর্তি–সংক্রান্ত সব তথ্য ও পরবর্তী নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।































