ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি দেখিয়েছে। ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান ৫২তম। দক্ষিণ এশিয়ার মধ্যেও এক নম্বরে রয়েছে প্রতিষ্ঠানটি। ২০ নভেম্বর প্রকাশিত ২০২৬ সালের তালিকায় বাংলাদেশ থেকে ১২টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। সবচেয়ে ভালো অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ বলেন, এই র্যাঙ্কিং বহুমাত্রিক ও আন্তবিষয়ক গবেষণার মান যাচাই করে তৈরি করা হয়। মূল্যায়নে তিনটি দিক দেখা হয়: অর্থায়ন ও গবেষণা বিনিয়োগ, গবেষণা ও সুযোগ–সুবিধা ব্যবস্থাপনা এবং প্রকাশনা ও গবেষণার প্রভাব। এগুলোর মধ্যে মোট ১১টি সূচকের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে একটি ১৬ সদস্যের কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। উপাচার্য নিয়াজ আহমদ খানের তত্ত্বাবধানে সহ–উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ কমিটিটি পরিচালনা করছেন। বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষক–গবেষকরা এতে যুক্ত আছেন।































