বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খাতা চ্যালেঞ্জে ফল বদলায় মাত্র ২-৩ শতাংশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৯ অক্টোবর ২০২৫

খাতা চ্যালেঞ্জে ফল বদলায় মাত্র ২-৩ শতাংশ

ছবি সংগৃহীত

প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর লাখো শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন। কিন্তু ফল পরিবর্তন হয় খুব কমের—গড়ে মাত্র ২ থেকে ৩ শতাংশ শিক্ষার্থীর। বাকিদের ফল অপরিবর্তিত থাকে।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ করেছেন দুই লাখ ২৬ হাজার শিক্ষার্থী। তাদের আবেদন জমা পড়েছে চার লাখ ২৮ হাজার খাতায়। সবচেয়ে বেশি আবেদন ইংরেজি ও আইসিটি বিষয়ে।

তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, পুনর্নিরীক্ষা মানে নতুনভাবে খাতা দেখা নয়; শুধু যোগ-বিয়োগ বা নম্বর স্থানান্তরের ভুল আছে কি না, তা যাচাই করা হয়।

রাজশাহী বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেনের মতে, এত কম পরিবর্তনের হার মূল্যায়নের মান নয়, বরং পুনর্নিরীক্ষা প্রক্রিয়ার সীমাবদ্ধতা নির্দেশ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ বলেন, ফল দ্রুত প্রকাশের তাগিদে শিক্ষকরা পর্যাপ্ত সময় পান না, প্রশিক্ষণেরও ঘাটতি আছে। ফলে মূল্যায়নে ত্রুটি ঘটে। তাঁর মতে, “২–৩ শতাংশ ভুলও গুরুত্বপূর্ণ, কারণ এতে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়