ছবি সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসা নিয়ে ১১টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানিয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বিশেষ মেডিক্যাল টিম।
শনিবার (১৩ ডিসেম্বর) হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর হাদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। তাঁর চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড কাজ করছে।
মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে বলা হয়েছে, হাদির ব্রেনে গুরুতর ক্ষতি, ফুসফুসে আঘাত ও ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা রয়েছে। বর্তমানে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টসহ কনজারভেটিভ চিকিৎসায় রাখা হয়েছে। কিডনির কার্যকারিতা কিছুটা ফিরেছে এবং রক্ত জমাট ও রক্তক্ষরণের জটিলতা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
তবে বোর্ড জানিয়েছে, হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। প্রয়োজনে অস্থায়ী পেসমেকার বসানোর প্রস্তুতিও রাখা হয়েছে।
এ ছাড়া হাসপাতালে ভিড় না করা, ভুল বা অনুমানভিত্তিক তথ্য প্রচার না করা এবং রোগীর গোপনীয়তা রক্ষার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া চেয়েছে মেডিক্যাল টিম।































