ছবি সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
ছুটির আওতায় যা বন্ধ থাকবে:
সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস।
ছুটির আওতার বাইরে যা খোলা থাকবে:
জরুরি পরিষেবা: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা।
হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট কর্মীরা।
চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।
জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস।
বিন্যাস:
ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।
আদালতের কার্যক্রম: সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
এভাবে সরকারি ও সাধারণ প্রতিষ্ঠানগুলোকে ছুটি এবং জরুরি পরিষেবার ব্যবধান স্পষ্টভাবে জানানো হয়েছে।































