খুলনার ফুলতলায় প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে আসা আততায়ীরা।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি হলেন মিলন ফকির (৪৫)। তিনি ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।