শারদীয় দুর্গাৎসবকে ঘিরে সাধারণত বাঁশ, পাট, কাঁদা–মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হলেও এবার ব্যতিক্রমী ধান দিয়ে একটি দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছে।
ধানে সাজানো এই দুর্গার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের মণ্ডপে। প্রতিমাটি তৈরি করেছেন লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পালের নেতৃত্বে চার সদস্যের শিল্পী দল।