ছবি সংগৃহীত
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাইম রহমানকে মাদারীপুরের একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরানবাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ থেকে তাকে উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেয় মাদারীপুর জেলা প্রশাসন, সদর মডেল থানা ও ঢাকার মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত রোববার অফিস থেকে বের হওয়ার পর থেকেই সৈয়দ নাইম রহমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান মাদারীপুরে শনাক্ত হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলে তিনি চাকরির পরীক্ষা দিতে এসেছেন বলে জানান এবং অগ্রিম ভাড়া পরিশোধ করেন।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে আছেন।































