রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১৪ ডিসেম্বর ২০২৫

শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

ছবি সংগৃহীত

বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত অরক্ষিত নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া নোটিশ পাঠান। এতে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত অরক্ষিত নলকূপ জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়। নোটিশে ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা প্রশাসনিক উদাসীনতার ফল হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ৩১ ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ১৫ দিনের মধ্যে কয়েকটি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিত্যক্ত নলকূপ জরিপ বন্ধ করা, অবৈধ নলকূপ খননের বিরুদ্ধে ব্যবস্থা, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার নীতিমালা প্রণয়ন এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়