ছবি সংগৃহীত
খুলনায় বাউল আবুল সরকারের মুক্তির দাবি এবং মাজার–দরগাহে হামলা–ভাঙচুরের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের মানববন্ধনে হামলা হয়েছে। বুধবার বিকেলে শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় সংগঠনের কয়েকজন কর্মী আহত হন। হামলাকারীরা ব্যানার ছিঁড়ে আগুনও ধরিয়ে দেয়।
ছাত্রজোট জানায়, বাউল শিল্পীদের ওপর সহিংসতা এবং ধর্মীয় ভিন্নমতের মানুষের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ছিল। একই সময়ে ‘ধর্ম অবমাননা’ অভিযোগ তুলে “ছাত্র–জনতা” ব্যানারে পাল্টা বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে ছাত্রজোট ব্যানার হাতে সড়কে নামতেই অন্য দলটি কিল–ঘুষি ও লাঠি নিয়ে হামলা করে।
ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সজীব খানের অভিযোগ, হামলাকারীরা আপ বাংলাদেশ ও শিবিরের কর্মী।
তবে আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল দাবি করেন, তাদের এক কর্মীকে আগে মারধর করা হয়েছিল।
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, হামলায় কয়েকজন আহত হয়েছে, তবে কেউ গুরুতর নয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ব্যানার পুড়ানোর ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।































