বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৭, ৪ ডিসেম্বর ২০২৫

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

ছবি সংগৃহীত

নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। উৎপত্তিস্থলও নরসিংদী।

গত ২১ নভেম্বরের ভূমিকম্পে জেলায় পাঁচজন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু সরকারি ও বেসরকারি স্থাপনা। এর পর থেকে ১৩ দিনের ব্যবধানে মোট পাঁচবার ভূমিকম্পে স্থানীয়দের আতঙ্ক আরও বেড়েছে।

বাড়ির ফার্নিচার নড়ে ওঠা দেখে অনেকেই ঘুম থেকে আতঙ্কে বেরিয়ে আসেন। বাসিন্দাদের কেউ কেউ জানান, পরপর ভূমিকম্পের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।

এ বিষয়ে আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোনে সাড়া দেননি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়