বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৮ কুকুরছানাকে চুবিয়ে হত্যা: কোন শাস্তি হতে পারে

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ৩ ডিসেম্বর ২০২৫

৮ কুকুরছানাকে চুবিয়ে হত্যা: কোন শাস্তি হতে পারে

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে ৮টি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত নিশি বেগমকে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘটে ৩০ নভেম্বর সন্ধ্যার পর। পরিষদ চত্বরের গেজেটেড ভবনে থাকা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে চুবিয়ে মারেন বলে অভিযোগ ওঠে। ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় বইছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। প্রাণিসম্পদ বিভাগ উপজেলা প্রশাসন যৌথভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে। এদিকে প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান, ঘটনাটি প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজন হলে মামলার সিদ্ধান্তও নেওয়া হবে।

আইন অনুযায়ী, কোনো প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা বা অমানবিক আচরণ করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ঘটনার পর মা কুকুর অসুস্থ হয়ে পড়লে প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেয়। ঢাকার এনিমেল এন্টিভেস্ট কমিটির প্রতিনিধি দল ঈশ্বরদীতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়েছে স্থানীয় প্রাণিসম্পদ কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়