রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী মারা গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দোগাছি হাঁসাড়া ওমপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দোগাছি এলাকায় মাওয়াগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। এর কিছুক্ষণ আগে হাঁসাড়া এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল আরেক পথচারীকে ধাক্কা দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি টি এম মাহমুদুল হক বলেন, দুইটি দুর্ঘটনার ঘটনায় অ্যাম্বুলেন্স মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সাময়িক যানজট সৃষ্টি হয়েছিল, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়