ছবি সংগৃহীত
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে পলাতক, মেঘালয়ে দুই সহযোগী গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভারতের মেঘালয়ে তাকে পালাতে সহায়তাকারী দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার তদন্তের অগ্রগতি জানান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, এক সপ্তাহ আগেও ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল, তবে এখন নিশ্চিত হওয়া গেছে তিনি ভারতে পালিয়েছেন।
পুলিশ জানায়, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে মেঘালয় পুলিশের সহায়তায় ফয়সালকে পালাতে সাহায্য করা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক জব্দ করা হয়েছে।
তবে হত্যার মূল উদ্দেশ্য এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় মোটিভ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
মামলার তদন্ত সূত্র অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণার সময় মোটরসাইকেলে এসে ফয়সাল করিম হাদিকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদির মৃত্যুর পর মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়েছে।































