মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি তাঁর পরিবার, সমর্থক ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাঁর জানাজার দিন আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়