ছবি সংগৃহীত
৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ক্ষমতাবলে জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সনদগুলো বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া সনদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর তালিকাভুক্ত ব্যক্তিরাও রয়েছেন। যাচাই-বাছাইয়ে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে প্রমাণিত হওয়ায় সনদ বাতিল করা হয়।
জামুকা সূত্র জানায়, মুক্তিযোদ্ধা তালিকা যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সনদ বাতিল হতে পারে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পুনর্নির্ধারণ করে আইন সংশোধন করা হয়েছে। এতে ‘মুক্তিযোদ্ধা’ ও ‘মুক্তিযোদ্ধা সহযোগী’ আলাদা শ্রেণিতে ভাগ করা হয়, যাতে ভুয়া সনদ শনাক্ত ও বাতিলের প্রক্রিয়া সহজ হয়।































