ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশজুড়ে ৫টি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটি আসনে জয়ী হয়েছেন। ফেনী, বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা—যেকোনো আসনেই তিনি পরাজিত হননি।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭, ঢাকা–৫, ঢাকা–৯, ফেনী–১ ও চট্টগ্রাম–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিপুল ভোটে জয়লাভ করেন। বিএনপি সরকার গঠন করলে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
পরবর্তী নির্বাচনে—১৯৯৬, ২০০১, ২০০৮—তিনি প্রতিবারই একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ী হন। ১৯৯৬ সালের নির্বাচনে সরকারে গেলে তিনি টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন।
রাষ্ট্রবিজ্ঞানী রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় এবং তার আপসহীন চরিত্র ও প্রভাবশালী ভাষণ ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তাঁর ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড সব দলের সমর্থকদের মধ্যেও শ্রদ্ধা অর্জন করত।































