ছবি সংগৃহীত
বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার (২১ জানুয়ারি) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
এক সময়ের পরিচিত এই অভিনেতা তার অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।































