ছবি সংগৃহীত
রোববার রাত থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি অস্ট্রেলিয়া চলে গেছেন, এমনকি ফিরবেন কি না, তা নিয়েও ছিল নানা আলোচনা। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার সকালে বিসিবি কার্যালয়ে হাজির হন তিনি।
দেশের ক্রিকেট এই মুহূর্তে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। একই সঙ্গে একাধিক পরিচালককে ঘিরে বোর্ডের ভেতরেও তৈরি হয়েছে চাপের পরিস্থিতি। ঠিক এমন সময়েই বুলবুলের দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। পরে তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি দেশেই আছেন। তবে সেই বক্তব্যের এক ঘণ্টার মধ্যেই আরেকটি প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের একটি সূত্রের বরাতে তিনি নাকি ফেরার টিকিট না কেটেই দেশ ছেড়েছেন এবং জাতীয় নির্বাচনের পর ফিরবেন।
শেষ পর্যন্ত সেই দাবি ভুল প্রমাণিত হয়। সোমবার সকাল ১১টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে পৌঁছান আমিনুল ইসলাম বুলবুল।































