ছবি সংগৃহীত
বিপিএলের ম্যাচ শুরুর ঠিক আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
আজ শনিবার রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগে দুই দলের ক্রিকেটাররা মাঠে ওয়ার্ম আপ করছিলেন। কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে মাহবুব আলী জাকিও তখন মাঠে ছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো যায়নি। দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ বিসিবিকে নিশ্চিত করেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে জানান।
ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, হার্ট অ্যাটাকেই মাহবুব আলী জাকির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর মাঠে তাঁকে ঘিরে তাৎক্ষণিকভাবে জটলা তৈরি হয়। শুরুতে ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অনুশীলনের সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করে মাঠে পড়ে যান।
ম্যাচ চলাকালীন সময়েই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে। টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস, তবে মাঠ ও ডাগআউটে স্পষ্ট ছিল শোকের আবহ।































